মোবাইল হ্যাং সমস্যা দৃর করুন খুব সহজে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হ্যাং (ফ্রিজ) সমস্যার কারণ এবং প্রতিকার আপনি যত হাই এন্ডের স্মার্টফোনই ব্যবহার করে থাকেন না কেন নিশ্চয়ই কখনও না কখনও আপনার স্মার্টফোনে হ্যাং হয়ে যাওয়া বা, ফ্রিজ হয়ে যাওয়া সমস্যাটির সম্মুখীন হতে হয়েছে আপনাকে। হ্যাঁ, হাই এন্ডের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতেও এই সমস্যাটি দেখা যায়; খুবই কম সংখ্যকবারের জন্য হলেও বেশি মূল্যের স্মার্টফোনেও এই সমস্যাগুলোর দেখা মেলে। আর লো-এন্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায়ই এই সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আমাকে। কিন্তু কেন এই ফ্রিজ সমস্যাটি দেখা দেয়? চলুন, সমস্যাটির কারণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেয়া যাক। ফ্রিজ সমস্যার কারণ প্রথমে চলুন স্মার্টফোনের এই হ্যাং হয়ে যাওয়া বা ফ্রিজিং সমস্যার পেছনের সম্ভাব্য কারণগুলো জেনে নেয়া যাক। একসাথে অনেকগুলো অ্যাপলিকেশন রান করে রাখলে।ইন্টারনাল স্টোরেজ পূর্ণ হয়ে গেলে।এক্সটারনাল স্টোরেজ একেবারে পূর্ণ হয়ে গেলে।ইন্টারনাল স্টোরেজে বেশি সংখ্যক অ্যাপলিকেশন বা গেম ইন্সটল করা হলে।কুকি, ক্যাশ এবং লগ ফাইল বেশি জমে গেলে।অনেক বেশি অ্যাপলিকেশন ইন্সটল করলে।লো-র্যামেও বড় আকারের অ্যাপলিকেশন রান ক...